যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য দারুন সুযোগ। কেননা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকলে অবশ্যই আবেদন করুন।
এসবিআই ১৩০০০ এরো বেশি প্রার্থীকে কেরানী পদে নিয়োগ করবে। আজ এই এসবিআই ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানুন।
তবে অনুরোধ করা হচ্ছে যে আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে নিবেন। তারপরে নিশ্চিত হয়ে নিজ দায়িত্বে আবেদন করবেন। বিজ্ঞপ্তির ডাউনলোডের লিংক সর্বশেষে দেওয়া হল।
এসবিআই ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত
নিয়োগ ব্যাংকের নাম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
নিয়োগ পদের নাম
কেরানী
এসবিআই ব্যাংকে মোট শূন্য পদ
১৩৭৩৫
কারা আবেদন করতে পারবে
ভারতের যেকোনো রাজ্যের যে কোন ক্যাটেগরির ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবার অনুরোধ রইল।
মাসিক বেতন
চাকরির শুরুতে প্রার্থীকে পারিশ্রমিক হিসাবে ২৬৭৩০ টাকা। তার সঙ্গে আরো ডিএ এবং অ্যালাউন্স এর টাকা দেওয়া হবে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্ট্রিম থেকে স্নাতক (graduation)
এসবিআই ব্যাংকে নিয়োগ প্রার্থীর বয়সসীমা
০১/০৪/২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিটি পড়ুন। তবে দেশের সরকারি নিয়মানুযায়ী বয়সসীমার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
কার্যালয়
কার্যালয় দেশের যে কোন রাজ্যে হতে পারে। কোন রাজ্যে কার্যালয় হবে তা প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে। তাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
যারা জেনারেল অথবা ওবিসি অথবা ইডব্লিউএস ক্যাটেগরির অন্তর্ভুক্ত তাদের আবেদন করার সময় আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। আর অবশিষ্ট ক্যাটেগরির প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীকে নিয়োগ করা হবে দুটো পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি এক্সামিনেশন ও মেন এক্সামিনেশন। আর দুটো পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নেওয়া হবে হবে।
প্রিলিমিনারি এক্সামিনেশন (Preliminary Examination)
Sl. No. | Name of Test | Medium of Exam | No. of Questions | Max. Marks | Duration |
1. | English Language | English | 30 | 30 | 20 min. |
2. | Numerical Ability | —————– | 35 | 35 | 20 min. |
3. | Reasoning Ability | —————– | 35 | 35 | 20 min. |
Total | —————– | 100 | 100 | 1 Hour |
মেন এক্সামিনেশন (Main Examination)
Sl. No. | Name of Test | Medium of Exam | No. of Questions | Max. Marks | Duration |
1. | General / Financial Awareness | —————– | 50 | 50 | 35 min. |
2. | General English | English | 40 | 40 | 35 min. |
3. | Quantitative Aptitude | —————– | 50 | 50 | 45 min. |
4. | Reasoning Ability & Computer Ability | —————– | 50 | 60 | 45 min. |
Total | 190 | 200 | 2 Hr. 40 min. |
আবেদনের শেষ তারিখ
০৭/০১/২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |
আবেদন করুন | ক্লিক হিয়ার |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |