এসবিআই ব্যাঙ্কে চাকরি, অনলাইনে আবেদন করলেই নিয়োগ sbi job 2024

এসবিআই ব্যাঙ্কের তরফে সদ্য এক চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হলো। সুতরাং যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞাপনটি পড়তে পারেন।

আজকে এই এসবিআই ব্যাঙ্কে চাকরি প্রতিবেদনে নিয়োগ বিজ্ঞপ্তির মূল অংশ গুলো যেমন – পদের নাম, বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি তুলে ধরলাম।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

এই প্রতিবেদনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলেও আবেদন করার আগে অন্তত একবার বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। সুবিধার্থে বিজ্ঞপ্তির লিংক সর্ব শেষ নিচে দেওয়া হল।

এসবিআই ব্যাঙ্কে চাকরি এর বিস্তারিত

নিয়োগ ব্যাঙ্কের নাম:

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)

পদের নাম:

বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি পদে নিয়োগ করা হবে যথা –

  • প্রধান (Head), প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এন্ড রিসার্চ বিভাগের প্রধান
  • জোনাল হেড (Zonal Head)
  • রিজিওনাল হেড (Regional Head)
  • রিলেশনশিপ ম্যানেজার (Relationship Manager)
  • সেন্ট্রাল রিসার্চ টিম (Central Research Team)

কারা আবেদন করতে পারবে:

ভারতীয় নাগরিক হলেই ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে।এমনকি প্রতিবন্ধী প্রার্থীরাও আবেদন যোগ্য।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে অতি অবশ্যই সরকারি শিক্ষায়তন থেকে স্নাতক পাশ থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল রিসার্চ টিম পদের জন্য ব্যতিক্রম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যারা এই পদের জন্য আবেদন করবে, তাদের বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে। আবেদন করার সময় বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ুন।

এসবিআই ব্যাঙ্কে চাকরি
এসবিআই ব্যাঙ্কে চাকরি

বয়সসীমা:

প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এন্ড রিসার্চ বিভাগের প্রধান বা জোনাল হেড (Zonal Head) বা রিজিওনাল হেড (Regional Head) পদের জন্য প্রার্থীর বয়স ০১/০৮/২০২৪ অনুযায়ী ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

রিলেশনশিপ ম্যানেজার (Relationship Manager) পদের জন্য প্রার্থীর বয়স ০১/০৮/২০২৪ অনুযায়ী ২৮ থেকে ৪২বছরের মধ্যে হতে হবে।

সেন্ট্রাল রিসার্চ টিম (Central Research Team) পদের জন্য প্রার্থীর বয়স ০১/০৮/২০২৪ অনুযায়ী ৩০ থেকে ৪৫বছরের মধ্যে হতে হবে।

কার্যালয়:

সংশ্লিষ্ট পদের জন্য ভিন্ন ভিন্ন কার্যালয় রয়েছে। আরো জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

আবেদন পদ্ধতি:

আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

নিয়োগ প্রক্রিয়া:

ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আর ইন্টারভিউ কবে নেওয়া হবে তা প্রার্থীকে অবশ্যই ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সুতরাং আবেদন করার সময় একটি ভেলিড ইমেইল দিন।

আবেদনের শেষ তারিখ:

সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৭/১২/২০২৪ তারিখে। আবেদন করতে হলে ও বিশদে জানতে অতি অবশ্যই বিজ্ঞপ্তি পড়ুন। বিজ্ঞপ্তি

অফিশিয়াল ওয়েবসাইট: sbi.co.in

বিজ্ঞপ্তি ডাউনলোড: click here

আবেদন করুন: click here

ABHA Card বানানোর পদ্ধতি Box Social Media Links