অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। Royal Enfield Electric Bike সম্পর্কে রোয়াল এনফিল্ড এর ভক্তদের মনে সংশয় তো ছিলই তাঁদের মধ্যে আরো সংশয় ছিল যে রোয়াল এনফিল্ড এর কর্তৃপক্ষ কবে সেই ইলেকট্রিক বাইক লঞ্চ করবেন। ভক্তদের তা সংশয় দূর হলো।
রোয়াল এনফিল্ড এর কর্তৃপক্ষ গত বুধবার ই আই সি এম এ শো তে ভক্তদের উপস্থিতিতে প্রমাণস্বরূপ একটি রোয়াল এনফিল্ড ইলেকট্রিক বাইক প্রকাশ করেছেন।
কর্তৃক ইলেকট্রিক বাইক প্রকাশিত করা ছাড়াও একেই দিনে ই আই সি এম এ শো তে রোয়াল এনফিল্ড ইলেকট্রিক বাইক এর চঞ্চ হওয়ার তারিখ টাও ভক্তদের মাঝে প্রকাশ করেন।
আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারের নির্দেশে ABHA Card তৈরি করতে হবে।
রোয়াল এনফিল্ড ইলেকট্রিক বাইক এর লঞ্চ হওয়ার তারিখটি হলো – ৪ নভেম্বর, ২০২৪ (04-11-2024) ।
রোয়াল এনফিল্ড এর তরফে আগমনী ইলেকট্রিক বাইক এর সম্পর্কে কিছু বিষয় তথ্য:
- রোয়াল এনফিল্ড ইলেকট্রিক বাইক এ ডিস্ক ব্রেক থাকবে।
- বাইক টির সামনের দিকে গার্ডার ফোরক্স থাকবে।
- বাইকে বড়ো আকারের ব্যাটারি থাকবে । যার দ্বারা বাইকটি চলবে।
Royal Enfield ইলেক্ট্রিক বাইক এর দাম: ইলেকট্রিক বাইক এর দাম এখনো প্রকাশ করা হয় নি।