ঝাড়গ্রাম জেলা আদালতে চাকরি ২০২৪ শুরুতেই বেতন 37 হাজার টাকা

আজকের চাকরির খবর ” ঝাড়গ্ৰাম জেলা আদালতে চাকরি ” ঝাড়গ্রাম জেলা আদালত কর্তৃপক্ষ ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে একটি দারুণ পরিমাণের বেতন যা আগ্রহী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করবে।

সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আজকের এই ঝাড়গ্রাম জেলা আদালত প্রতিবেদনে নিয়োগ বিজ্ঞপ্তি কেমন করে আবেদন করবেন পদের নাম কি বেতন কত শিক্ষাগত যোগ্যতা কি সব তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা নীচে ধাপে ধাপে করা হলো।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

ঝাড়গ্ৰাম জেলা আদালতে চাকরি – Jhargram District Court 2024

পদের নাম –

  • ইংলিশ স্টেনোগ্রাফার গ্ৰেড্ টু (English Stenographer Grade ii)
  • ইংলিশ স্টেনোগ্রাফার গ্ৰেড্ থ্রী (English Stenographer Grade iii)

বেতন –

আর ও পি এ ২০১৯ পেলে লেভেল ১৩ অনুযায়ী গ্ৰেড্ টু প্রার্থীকে শুরুতেই ৩৭১০০ টাকা প্রতি মাসে বেতন রূপে দেওয়া হবে।

আর ও পি এ ২০১৯ পেলে লেভেল ১০ অনুযায়ী গ্ৰেড্ থ্রী প্রার্থীকে শুরুতেই ৩২১০০ টাকা প্রতি মাসে বেতন রূপে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা – Jhargram District Court Job News

ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে কোন এক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন পাশ থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার চালাতে ও শর্ট হ্যান্ড টাইপ করতে দক্ষ থাকতে হবে। এমনকি প্রার্থীকে কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট ও শর্টহ্যান্ড টাইপিং কোর্স করার সার্টিফিকেট প্রমাণ দেখাতে হবে।

ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রী পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক পাশ থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার চালাতে ও শর্ট হ্যান্ড টাইপ করতে দক্ষ থাকতে হবে। এমনকি প্রার্থীকে কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট ও শর্টহ্যান্ড টাইপিং কোর্স করার সার্টিফিকেট প্রমাণ দেখাতে হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে নিয়োগ কর্মীর বয়স সীমা –

ঝাড়গ্রাম জেলা আদালতের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী, নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে।

তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী এস সি অথবা এস টি ক্যাটেগোরির প্রার্থীরা বয়সে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে আবেদন ফি –

ঝাড়গ্রাম জেলা আদালতে আবেদন করার সময় সকল ক্যাটেগরির প্রার্থীকে ৬০০ টাকা করে আবেদন ফ্রি হিসেবে দিতে হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে চাকরির নিয়োগ প্রক্রিয়া – আবেদনকারীদের আবেদন করা সম্পূর্ণ হয়ে গেলে, ঝাড়গ্রাম জেলা আদালত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত তিনটি ধাপের মধ্য দিয়ে আবেদনকারীদের নিয়োগ করা হবে। শোর্টহ্যান্ড টেস্টে সফল হলে সেই সফল প্রার্থীদের দ্বিতীয় ধাপের জন্য ডাকা হবে।

প্রথম ধাপ শর্টহ্যান্ড টেস্ট – এই শর্টহ্যান্ড টেস্টে প্রার্থীর শর্টহ্যান্ড টাইপিং যাচাই করা হবে।শর্টহ্যান্ড টেস্টে সফল হলে সেই সফল প্রার্থীদের দ্বিতীয় ধাপের জন্য ডাকা হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে চাকরি

দ্বিতীয় ধাপটি হলো কম্পিউটার টাইপিং – এই দ্বিতীয় ধাপে দেখা হবে প্রার্থীর কম্পিউটারে টাইপিং স্পিড। এরপরে এই ধাপে সফল হলে পরবর্তী সময়ে তৃতীয় ধাপের জন্য প্রার্থীদের ডাকা হবে।

তৃতীয় ধাপটি হলো পার্সোনালিটি টেস্ট

গুরুত্বপূর্ণ তারিখ –

সফল প্রার্থীদের ২১-১২/২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা দিতে হবে।

Jhargram Official WebsiteClick To Visit
NotificationDownload PDF
ABHA Card বানানোর পদ্ধতি Box