S.N. Bose National Centre for Basic Sciences এর পক্ষ থেকে নিয়োগ | উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | ২৩ জেলা থেকে আবেদন করা যাবে

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস পক্ষ থেকে সুবর্ণ চাকরির সুযোগ।নিজের ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ।

পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে আবেদন করা সম্ভব। এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

পদের নাম: গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট

বেতন: Pay Matrix Level ২-এ ₹১৯,৯০০ – ₹৬৩,২০০ (প্রারম্ভিক মোট বেতন প্রায় ₹৩৭,২৪৮ প্রতি মাসে, ৭ম CPC অনুযায়ী)।

পদের ধরন: নিয়মিত। প্রার্থীকে নিয়মিত কার্যালয়ে এসে কাজ করতে হবে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:

  • প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক (Class XII) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষাই পাশ থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে।

ইচ্ছুক যোগ্যতা: কলা, বিজ্ঞান যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরো পড়ুন: ওলা ইলেকট্রিক স্কুটার এ লাগলো আগুন

অভিজ্ঞতা:

১) বিভিন্ন ধরনের সাধারণ অফিসের কাজ যেমন, চিঠি লেখা, অফিস ব্যবস্থাপনা, ফাইলিং, অফিসের চিঠিপত্র পরিচালনার কাজে দক্ষতা থাকা প্রয়োজন।
২) ইংরেজি ও হিন্দি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা (লিখিত ও মৌখিক) থাকা আবশ্যক।
৩) কম্পিউটার পরিচালনা ও ওয়েব-ভিত্তিক ডেটা প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকা উচিত।

প্রার্থীর বয়স সীমা:

  • আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছর হওয়া আবশ্যক।
  • SC / ST / OBC / PwD /প্রাক্তন ব্যক্তিদের জন্য বয়সে ছাড় রয়েছে ভারতের সরকারি নিয়ম অনুযায়ী।

আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারের নির্দেশে ABHA Card তৈরি করতে হবে

কেমন করে আবেদন করবেন:

  • সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্রের সত্যায়িত অনুলিপি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রটি অফিসের প্রধানের স্বাক্ষর সহ প্রেরণ করতে হবে।
  • আবেদনপত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়:
  • রেজিস্ট্রার, এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস, ব্লক জেডি, সেক্টর-III, সল্ট লেক, কলকাতা-৭০০১০৬
  • আবেদনপত্র অবশ্যই ২৫শে অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।
  • আবেদনপত্র অবশ্যই ২৫শে অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া:

  • ক. আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক বাছাই।
  • খ. প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা পরীক্ষা।
  • গ. নির্বাচিত প্রার্থীদের শেষের বেতনের শংসাপত্র নিয়ে আসতে হবে।

প্রাথমিক নির্দেশনা:

  • সংস্থার সিদ্ধান্ত বাছাই ও নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত হবে।
  • প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা কেবলমাত্র প্রাথমিক মানদণ্ড এবং এর ফলে প্রার্থীদের নির্বাচিত হওয়া নিশ্চিত করে না।

বিজ্ঞান ও আবেদনপত্র ডাউনলোড করুন:

বিজ্ঞান ও আবেদনপত্র ডাউনলোড করতে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এর নিম্নোলিত ওয়েবসাইটে যান: www.bose.res.in

আবেদনের শেষ তারিখ: আবেদন পত্র উক্ত ঠিকানায় পাঠাতে হবে ইংরেজি ২৫-১০-২৪ তারিখের মধ্যে।

Colorful Button Link
বিডিও অফিসে নিয়োগ

বিডিও অফিসে নিয়োগ শুরু হলো 2024 | দার্জিলিং বাসিদের জন্য চাকরি | আবেদন ফি লাগবে না | Apply Now

দীর্ঘ প্রতীক্ষার পর এবার বিডিও অফিসে নিয়োগ শুরু হয়ে গেলো। পড়ুন আপনি আবেদন করতে যোগ্য কিনা! যোগ্য হলে…

Read More
GIC নিয়োগ ২০২৪

GIC নিয়োগ ২০২৪, শুরুতেই প্রতি মাসে 85000 টাকা বেতন হিসাবে দেওয়া হবে

ভারতীয় ইন্সুরেন্স কর্পোরেশন জিআইএস এর তরফে গত ০৪/১২/২০২৪ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অফিসিয়াল…

Read More
আলিপুরদুয়ার জেলা পরিষদে নিয়োগ

আলিপুরদুয়ার জেলা পরিষদে নিয়োগ শুরু হল 2024, বিনামূল্যে যে কেউ আবেদন করতে পারবে

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদে ওএসডি (Officer on Special Duty) পদে আধিকারিক…

Read More
বিনামূল্যে প্রশিক্ষণ

রাজ্য সরকারের তরফে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সরকারি চাকরি, আবার প্রতি মাসে টাকা দেওয়া হবে, 2024

পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার বিদ্যার্থীদের জন্য একটি সেরা প্রকল্প চালু করেছে।…

Read More

ভারতে শোকের ছায়া! প্রয়াত ভারতের কর্ণধার রতন টাটা | ভারতের উজ্জ্বলতম নক্ষত্র টাটা চলে গেলেন

রতন টাটা -র প্রয়াণে সারা ভারত শোকাহত। তাঁর পরিবার থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী, সাধারণ মানুষ,…

Read More
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪ | ফ্রি গ্যাস | ৩০০ টাকার ছাড় | কারা আবেদন করতে পারবে

২০১৬ সালের মে মাসে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ প্রকল্প চালু করেছিল।…

Read More
কৃষকের ঘরে জন্ম কোটিপতি সন্তান

কৃষকের ঘরে জন্ম কোটিপতি সন্তান | ঘরে বসে প্রতি মাসে 4-5 লক্ষ টাকা উপার্জন | কীভাবে এত টাকা ইনকাম?

কৃষকের ঘরে জন্ম কোটিপতি সন্তান: প্রত্যেক সফলতার গল্পের পিছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়,বাধা,ধৈর্য্য, ত্যাগ। আর…

Read More
ইলেকট্রিক অফিসে নিয়োগ 2024

ইলেকট্রিক অফিসে নিয়োগ 2024 | বার্ষিক বেতন 10-12 লক্ষ টাকা | নিজের জেলায় নিয়োগ

অপেক্ষার অবসান, ইলেকট্রিক অফিসে নিয়োগ 2024 শুরু হয়ে গেলো । Powergrid সংস্থার তরফে নিয়োগ। ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারব।…

Read More
জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ

এইট পাশে জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ, 2024 সালের শেষের সেরা সুযোগ

মেয়ে চাকরি পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতিতে জলপাইগুড়ি ডিএম অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে…

Read More
1 2