অপেক্ষার অবসান, ইলেকট্রিক অফিসে নিয়োগ 2024 শুরু হয়ে গেলো । Powergrid সংস্থার তরফে নিয়োগ। ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারব।
পদের নাম ও মোট পদ সংখ্যা:
ক্রমিক সংখ্যা | পদের নাম |
০১ | ডিটিই |
০২ | ডিটিসি |
০৩ | জেওটি (এইচআর) |
০৪ | জেওটি (এফএন্ডএ) |
মোট পদ সংখ্যা | ৮০২৫ |
প্রতি মাসে বেতন:
- (ক) প্রশিক্ষণ চলাকালীন: ডিপ্লোমা ও জুনিয়র অফিসার ট্রেইনিদের জন্য প্রাথমিক বেতন ২৪,০০০ টাকা এবং সহকারী ট্রেইনিদের জন্য ২১,৫০০ টিকা।
- (খ) নিয়োগী প্রার্থীরা সফলভাবে নিজ প্রশিক্ষণ শেষ করার পর বার্ষিক CTC প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হবে।
আবেদনের বিশেষ তারিখ:
আবেদন শুরু হয়েছে: ২২শে অক্টোবর, ২০২৪
আবেদন করা বন্ধ হবে: ১২ই নভেম্বর, ২০২৪
প্রার্থীর বিভিন্ন যোগ্যতার মানদণ্ড:
- প্রার্থীর শিক্ষাগ ত যোগ্যতা:
- ডিপ্লোমা ট্রেনি (ইলেকট্রিক্যাল) পদের জন্য প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে পূর্ণ তিন বছরের ডিপ্লোমা তে পাশ থাকতে হবে। এক্ষেত্রে জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৭০% নম্বর নিয়ে পাশ আউট থাকতে হবে।
- ডিপ্লোমা ট্রেইনি (সিভিল) পদের জন্য প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ তিন বছরের ডিপ্লোমা তে পাশ থাকতে হবে। এক্ষেত্রে জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৭০% নম্বর নিয়ে পাশ আউট থাকতে হবে।
- জুনিয়র অফিসার ট্রেইনি (এইচআর) পদের জন্য BBA, BBM বা এদের সমতুল্য বিষয়ে প্রার্থীর স্নাতক ডিগ্রী লাগবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬০% নম্বরে পাশ আউট থাকতে হবে।
- জুনিয়র অফিসার ট্রেইনি (এফএন্ডএ) পদের জন্য ইন্টার সিএ অথবা ইন্টার সিএমএ লাগবে।
- সহকারী ট্রেইনি (এফএন্ডএ) পদের জন্য প্রার্থীকে কমার্স বিভাগ থেকে স্নাতক থাকতে হবে, কমপক্ষে ৬০ নম্বর সহ।
- প্রার্থীর বয়সসীমা: আবেদন শুরুর তারিখ অর্থাৎ ১২ই নভেম্বর, ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় রয়েছে।
আরো পড়ুন:
কীভাবে আবেদন করতে হবে:
- প্রার্থীদের আবেদন অনলাইনে করতে হবে। POWERGRID সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে।
প্রার্থী নির্বাচন করার পদ্ধতি:
- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে: একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, এই পরীক্ষায় যা দেখা হবে:
পার্ট – i | সংশ্লিষ্ট বিষয়ের প্রযুক্তিগত বা পেশাগত জ্ঞান। |
পার্ট – ii | ইংরেজি, রিজনিং, পরিমাণগত দক্ষতা এবং সাধারণ জ্ঞান। |
অপরটি মেধা অনুযায়ী প্রার্থীকে পরবর্তী ধাপে ডকুমেন্টস যাচাই এবং প্রাক-নিয়োগ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। চূড়ান্ত নির্বাচন প্রার্থীর মেধার ভিত্তিতে এবং POWERGRID -এর স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.powergrid.in