Ashneer Grover News : ভারতের খুব জনপ্রিয় ব্যবসায়িকদের মধ্যে অন্যতম এক নাম অশনীর গ্ৰোভার (Ashneer Grover)। ভারতের ফিনটেক কোম্পানি ‘ভারতপে’ এর মালিক ও ‘শার্ক ট্যাংক‘ এর পূর্ব বিচারক অশনীর।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং : Ashneer Grover News
আশনীর গ্ৰোভার বিতর্কের সূত্রপাত টেলিভিশনের জনপ্রিয় শো হিন্দিভাষী বিগ বস, সিজন ১৮। সেখান থেকেই বিতর্ক শুরু হয়।
জনপ্রিয় শো বিগ বস এর মঞ্চে আশনীর গ্ৰোভার অতিথি হিসেবে উপস্থিত হন। তারপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয় আশনীর গ্ৰোভার বিতর্ক।
আশনীর গ্ৰোভার বিগ বস শো এর মঞ্চে আসতে না আসতেই বিগ বস শো এর হোস্ট ভাইজান তথা সালমান খান বিতর্ক শুরু করল।
আশনীর গ্ৰোভার স্বয়ং একবার কোনো এক মঞ্চে সালমান কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে বানালেন ও সালমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে কত টাকা চার্জ করেছিলেন তা সব কথা বলেছিলেন। এবং গ্ৰোভার সালমান কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে গ্ৰোভার যা মঞ্চে টাকার কথা বলেছিলেন তা পুরোপুরি অসত্য ছিল।
তা জানা যায় বিগ বস শো এর উইকেন্ড কা বার এপিসোডের মাধ্যমে। কেননা সেই বিগ বস এর উইকেন্ড কা বার এক এপিসোডে গ্ৰোভার স্বয়ং আমন্ত্রিত ছিল।
গ্ৰোভার মঞ্চে আগমন হওয়া মাত্রই সাল্লু তথা সালমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার টাকা চার্জ করার কথা জিজ্ঞাসা করে ফেলেন। সালমান করলেন “
আমি আপনাকে আমার সম্পর্কে বলেতে শুনেছি। আপনি এত টাকা দিয়ে আমাকে সাইন করেছেন। টাকা চার্জ করার সংখ্যাটাও ভুল দিয়েছেন। তো তাহলে এই দোগলাপান টা কী?”
তাঁর প্রতি জবাবে গ্ৰোভার বলেন “স্যার, পোডকাস্টে বলা কথাগুলো যথাযথ ঠিক অর্থ প্রকাশ করতে পারেনি।”
আবার সালমান বলেন ” ও..ও! কিন্ত এখন যে ভাবে আপনি কথা বলছেন তা সেই ভিডিও তে দেখাই না।”
ইতিমধ্যে বিগ বস এর উইকেন্ড কা বার মঞ্চে সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়ে যায় যেখানে সালমান আশনীর গ্ৰোভার কে তাঁর জনপ্রিয় কথা “দোগলাপান” দিয়ে ধুয়ে দিলেন।
Salman aur Ashneer Grover mein honge fiery conversation. Kya hoga ace Entrepreneur ka jawaab to Bhaijaan’s teekhe allegations?
— JioCinema (@JioCinema) November 16, 2024
Dekhiye #BiggBoss18 Weekend Ka Vaar Shanivaar aur Ravivaar raat 9.30 baje @colorsTV aur #JioCinema par. pic.twitter.com/xjKMjotkoO