পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার বিদ্যার্থীদের জন্য একটি সেরা প্রকল্প চালু করেছে। প্রকল্পের নাম যোগ্যশ্রী (Yogyashree)।
এই যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Prakalpa) বিদ্যার্থীদের রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের বিভিন্ন গ্ৰুপ- বি, সি, ডি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া প্রশিক্ষণের সময়সীমার শেষে প্রশিক্ষণ প্রাপ্ত বিদ্যার্থীদের প্রতি মাসে টাকা দেওয়া হবে।
আজকের এই বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারবেন – কোন কোন জেলায় যোগ্যশ্রী প্রকল্প এর বিনামূল্যে প্রশিক্ষণ চালু হয়েছে, কোন বিদ্যার্থীরা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি কি, ও আরো অনেক কিছু।
বিনামূল্যে প্রশিক্ষণ (যোগ্যশ্রী প্রকল্প) এর বিস্তারিত
কোন কোন জেলায় যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Prakalpa) এর বিনামূল্যে প্রশিক্ষণ শুরু হয়েছে?
বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতে যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। অর্থাৎ আপনি নিজের জেলায় নির্মিত হওয়া বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবেন।
সুবিধার স্বার্থে, ২৩ টি জেলার বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা
Sl. No | District | Location | Address | Contact No |
1 | Nadia | Krishnagar | Krishnagar AV High School | 8972254509 |
2 | 24 Parganas North | Barasat | District Library | 8972254269 |
3 | 24 Parganas South | Baruipur | Rashmoni Balika Vidyalaya | 8972254268 |
4 | Bankura | Bankura town | Bankura Zilla Saradamani Mahila Mahavidyapith | 8972254282 |
5 | Howrah | Howrah | Howrah District Library | 8972254255 |
6 | Jhargram | Jhargram | Jhargram Kumud Kamari Institution | 8972254247 |
7 | Pachim Bardhaman | Asansol | asansol district library | 8972254248 |
8 | Purba Bardhaman | Purba Bardhaman | Uday Chand Library, Khosbagan | 8972254263 |
9 | Pachim Medinipore | Medinipore Town | Medinipore District Library | 8972254277 |
10 | Purba Medinipore | Tamluk | Sahid Matangini Hazra Govt. Gen College | 8972254273 |
11 | Purulia | Purulia Town | Purulia Zilla School, Sarat Sen Compound | 8972254402 |
12 | Alipurduar | Alipurduar | Alipurduar Gobinda High School (H.S) | 8972254445 |
13 | Birbhum | Suri | Benimadhab Institution | 8972254423 |
14 | Coochbehar | Coochbehar Town | North Bengal State Library | 8972254458 |
15 | Uttar Dinajpur | Raiganj | uttar dinajpur district library | 8972254472 |
16 | Dakshin Dinajpur | Balurghat Town | IRDA Building Buniadpur | 8972254476 |
17 | Darjeeling | Darjeeling Town | Darjeeling Municipal High School | 8972254490 |
18 | Jalpaiguri | Jalpaiguri Town | Ananda Model High School (H.S) | 8972254434 |
19 | Kalimpong | Kalimpong | Kalimpong District Library | 8972254438 |
20 | Malda | Malda Town | Malda Sahapur High School | 8972254516 |
21 | Murshidabad | Behrampur | District Library | 8972254309 |
22 | Kolkata | Kolkata | Cultural Research Institute Kakurgachi, Ambedkar Bhawan | 8972254510 |
23 | Hooghly | Chinsurah | Govt. Physical Education College of Women | 8972254519 |
কোন প্রার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবে?
বিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী এস সি অথবা এস টি ক্যাটেগরির ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তাছাড়া প্রার্থীর জাতিগত শংসাপত্র যেমন SC অথবা ST certificate থাকা আবশ্যক, এমনকি প্রার্থীর পরিবারের বার্ষিক আয় অনুর্দ্ধ ৩,০০,০০০ টাকা হতে হবে।
যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Project) এর বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন পদ্ধতি কি?
আবেদন অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে করা সম্ভব। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারেন অথবা anagrasarkalyan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
এই বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি গ্রুপ B, C, D বিভাগের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। যার কারণে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন যোগ্য। আর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হল অষ্টম শ্রেণি থেকে সর্বোচ্চ স্নাতক পাশ।
এই বিজ্ঞপ্তিটি কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে?
পশ্চিম বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর আবেদন করার আগে অথবা আরও বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিবেন।
এসসি অথবা এসটি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করার শেষ তারিখ
৩১শে ডিসেম্বর ২০২৪
বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |
আবেদন ফর্ম | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |