রাজ্য সরকারের তরফে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সরকারি চাকরি, আবার প্রতি মাসে টাকা দেওয়া হবে, 2024

পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার বিদ্যার্থীদের জন্য একটি সেরা প্রকল্প চালু করেছে। প্রকল্পের নাম যোগ্যশ্রী (Yogyashree)।

এই যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Prakalpa) বিদ্যার্থীদের রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের বিভিন্ন গ্ৰুপ- বি, সি, ডি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া প্রশিক্ষণের সময়সীমার শেষে প্রশিক্ষণ প্রাপ্ত বিদ্যার্থীদের প্রতি মাসে টাকা দেওয়া হবে।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

আজকের এই বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারবেন – কোন কোন জেলায় যোগ্যশ্রী প্রকল্প এর বিনামূল্যে প্রশিক্ষণ চালু হয়েছে, কোন বিদ্যার্থীরা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি কি, ও আরো অনেক কিছু।

বিনামূল্যে প্রশিক্ষণ (যোগ্যশ্রী প্রকল্প) এর বিস্তারিত

কোন কোন জেলায় যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Prakalpa) এর বিনামূল্যে প্রশিক্ষণ শুরু হয়েছে?

বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতে যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। অর্থাৎ আপনি নিজের জেলায় নির্মিত হওয়া বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবেন।

সুবিধার স্বার্থে, ২৩ টি জেলার বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা

Sl. NoDistrictLocationAddressContact No
1NadiaKrishnagarKrishnagar AV High School8972254509
224 Parganas NorthBarasatDistrict Library8972254269
324 Parganas SouthBaruipurRashmoni Balika Vidyalaya8972254268
4BankuraBankura townBankura Zilla Saradamani Mahila Mahavidyapith8972254282
5HowrahHowrahHowrah District Library8972254255
6JhargramJhargramJhargram Kumud Kamari Institution8972254247
7Pachim BardhamanAsansolasansol district library8972254248
8Purba BardhamanPurba BardhamanUday Chand Library, Khosbagan8972254263
9Pachim MediniporeMedinipore TownMedinipore District Library8972254277
10Purba MediniporeTamlukSahid Matangini Hazra Govt. Gen College8972254273
11PuruliaPurulia TownPurulia Zilla School, Sarat Sen Compound8972254402
12AlipurduarAlipurduarAlipurduar Gobinda High School (H.S)8972254445
13Birbhum SuriBenimadhab Institution8972254423
14CoochbeharCoochbehar TownNorth Bengal State Library8972254458
15Uttar DinajpurRaiganjuttar dinajpur district library8972254472
16Dakshin DinajpurBalurghat TownIRDA Building Buniadpur8972254476
17DarjeelingDarjeeling TownDarjeeling Municipal High School8972254490
18JalpaiguriJalpaiguri TownAnanda Model High School (H.S) 8972254434
19KalimpongKalimpongKalimpong District Library8972254438
20MaldaMalda TownMalda Sahapur High School8972254516
21MurshidabadBehrampurDistrict Library8972254309
22KolkataKolkataCultural Research Institute Kakurgachi, Ambedkar Bhawan8972254510
23HooghlyChinsurahGovt. Physical Education College of Women8972254519

কোন প্রার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবে?

বিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী এস সি অথবা এস টি ক্যাটেগরির ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তাছাড়া প্রার্থীর জাতিগত শংসাপত্র যেমন SC অথবা ST certificate থাকা আবশ্যক, এমনকি প্রার্থীর পরিবারের বার্ষিক আয় অনুর্দ্ধ ৩,০০,০০০ টাকা হতে হবে।

যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Project) এর বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন পদ্ধতি কি?

আবেদন অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে করা সম্ভব। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারেন অথবা anagrasarkalyan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

বিনামূল্যে প্রশিক্ষণ
বিনামূল্যে প্রশিক্ষণ – Yogyashree Prakalpa

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

এই বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি গ্রুপ B, C, D বিভাগের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। যার কারণে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন যোগ্য। আর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হল অষ্টম শ্রেণি থেকে সর্বোচ্চ স্নাতক পাশ।

Social Media Links

এই বিজ্ঞপ্তিটি কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে?

পশ্চিম বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর আবেদন করার আগে অথবা আরও বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিবেন।

এসসি অথবা এসটি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করার শেষ তারিখ

৩১শে ডিসেম্বর ২০২৪

Table Example
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আবেদন ফর্ম ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ, আবেদন করতে টাকা লাগবে না Box

Leave a Comment