এইট পাশে জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ, 2024 সালের শেষের সেরা সুযোগ

মেয়ে চাকরি পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতিতে জলপাইগুড়ি ডিএম অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে অল্প শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা সম্ভব। আবেদন করতে কোন টাকা লাগবে না।

আজকের এই জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ প্রতিবেদনটি পড়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পদের নাম, বেতন, শিক্ষাগত, যোগ্যতা, বয়সসীমা, ও আরো অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পারবেন। তবে আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। আপনার সুবিধার স্বার্থে বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক সর্বশেষে দেওয়া হল।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ সম্পর্কে বিস্তারিত

পদের নাম:

(a) ওয়ার্ডেন (b) নাইট গার্ড (c) সুইপার

বেতন:

তিনটি পদেরই কাজ আলাদা, একে অপরের সঙ্গে মিল নেই। সুতরাং তিনটি পদেরই আলাদা আলাদা বেতন রয়েছে। যেমন – ওয়ার্ডেন পদে নিয়োগ প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসাবে ৫০০০ টাকা করে দেওয়া হবে। নাইট গার্ড পদে নিয়োগ প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসাবে ৩০০০ টাকা করে দেওয়া হবে। সুইপার পদে নিয়োগ প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসাবে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

ওয়ার্ডেন পদের ক্ষেত্রে কোন স্ট্রিম থেকে প্রার্থীকে স্নাতক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে নাইট গার্ড পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট ডিগ্রির কথা উল্লেখ নেই। সুতরাং অল্প শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে সুইপার পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট ডিগ্রির কথা উল্লেখ নেই। সুতরাং অল্প শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করতে পারবে।

জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ প্রার্থীর বয়সসীমা:

ওয়ার্ডেন পদের জন্য প্রার্থীর বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। নাইট গার্ড পদের জন্য ০১/০১/ ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীকে কমপক্ষে ১৮ বছরের হতে হবে। সুইপার পদের জন্য ০১/০১/ ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীকে কমপক্ষে ১৮ বছরের হতে হবে।

কারা আবেদন করতে পারবে:

বিজ্ঞপ্তির বিবৃতি অনুযায়ী কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে।

জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ
জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ – Jalpaiguri DM Office Recruitment

জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ এর ডকুমেন্ট:

ওয়ার্ডেন পদের জন্য যা ডকুমেন্ট লাগবে-

  • পাসপোর্ট মাপের ফটো।
  • মোবাইল নম্বর।
  • আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা।
  • আধার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • ভোটার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • অভিজ্ঞতা সার্টিফিকেটের জেরক্স যদি থাকে ও তার উপরে নিজের সই।
  • মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ডের জেলক্স ও তার ওপরে নিজের সই।
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স ও তার উপর নিজের সই।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স ও তার উপরে নিজের সই।
  • স্নাতক ডিগ্রি -র মার্কশিটের জেরক্স ও তার উপর নিজের সই।

নাইট গার্ড পদের জন্য যে ডকুমেন্ট লাগবে-

  • পাসপোর্ট মাপের ফটো।
  • মোবাইল নম্বর।
  • আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা।
  • আধার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • ভোটার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স ও তার ওপরে নিজের সই।
Social Media Links

 সুইপার পদের জন্য যে ডকুমেন্ট লাগবে-

  • পাসপোর্ট মাপের ফটো।
  • মোবাইল নম্বর।
  • আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা।
  • আধার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • ভোটার কার্ডের জেরক্স ও তার ওপরে নিজের সই।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স যদি থাকে ও তার ওপরে নিজের সই।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সুতরাং আবেদন ফর্ম পূরণ সহ যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি মাটিয়ালী ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে জমা করতে হবে।

জলপাইগুড়ি ডিএম অফিসে নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীকে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে।

ইন্টারভিউ:

ইন্টারভিউ ১৩ ই জানুয়ারী ২০২৫ তারিখে বেলা ১১ টা থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাটিয়ালী সমষ্টি উন্নয়ন করন, চালসা, জলপাইগুড়ি -তে অনুষ্ঠিত হবে।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ:

১৩ ই ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ শে ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।

Table Example
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আবেদন ফর্ম ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

বি:দ্র: আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিবেন। তারপরে আবেদন করতে হলে, তা নিজ দায়িত্বে আবেদন করবেন।
আমরা এখানে কেবলমাত্র সরকারের তরফে প্রকাশিত বিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সহজবোধ্য করে তুলে ধরি।

পুরুলিয়া ডিএম অফিসে নিয়োগ Box বাঁকুড়া ডিএম অফিসে নিয়োগ ২০২৪ Box

Leave a Comment