আপনি যদি মালদা জেলার বাসিন্দা হয়ে থাকেন আর যদি আপনার অটুট ইচ্ছা নিজের জেলায় কাজ করা হয়ে থাকে তাহলে আজকের এই Malda DM Office Recruitment প্রতিবেদনটি আপনার জন্য।
পশ্চিমবঙ্গের বর্তমানে 23টি জেলার মধ্যে একটি জেলা মালদা। এই মালদা জেলা কর্তৃপক্ষ তাদের নিজ অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Malda DM Office Recruitment সম্বন্ধে বিস্তারিত:
পদের নাম
সার্ভেয়ার (surveyor)
বেতন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রার্থীকে প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে উল্লেখিত 0১/0৮/২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের নীচে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার কথা তেমন স্পষ্টভাবে উল্লেখ নেই তবে প্রার্থীর সার্ভেয়ার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর দক্ষতা
প্লট চিহ্নিতকরণ, বিভিন্ন রকমের ম্যাপ বুঝতে পারা, জমির পরিমাপ করা ইত্যাদি কাজে প্রার্থীকে দক্ষ থাকতে হবে।
যা যা ডকুমেন্ট দরকার
নিচে দেওয়া ডকুমেন্টগুলো প্রার্থীকে ইন্টারভিউ দিতে যাওয়ার দিন সঙ্গে নিয়ে যেতে হবে।
- পিপিও কপি
- এজ প্রুফ সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- লাস্ট রিলিজ অর্ডার
কর্তৃপক্ষ দ্বারা নির্দেশনা
- প্রার্থীকে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রার্থীকে আবেদন ফর্মটি তে নিজের ছবি পেস্ট করতে হবে।
নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্টারভিউ পারফরম্যান্স ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা সম্বন্ধীয় তথ্য নিচের বক্সে দেওয়া হল:
Event | Date | Time | Place |
ইন্টারভিউ | 26/11/24 | 11:30 a.m | এডিশনাল জেলা শাসক মালদা |
Official Website: Click here
Notification PDF: Download