আপনার আকাঙ্খা যদি থাকে বন দপ্তরে একজন কর্মী হিসেবে কাজ করার তাহলে আজকের এই বন দপ্তরে কর্মী নিয়োগ প্রতিবেদনটি আপনার আকাঙ্খা পূরণ করবে।
কেননা বন দপ্তর ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বন দপ্তর কোন্ পদে নিয়োগ করবে, আবেদন প্রক্রিয়া কী, বেতন কত আরোও সমস্ত কিছু আজকের এই বন দপ্তরে কর্মী নিয়োগ প্রতিবেদনে তুলে ধরলাম।
বন দপ্তরে কর্মী নিয়োগ 2024
বন দপ্তরে কর্মী নিয়োগ পদের নাম কী?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বন দপ্তর বিভাগ একের অধিক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যে যে পদে নিয়োগ করা হবে তা হল –
- টেকনিশিয়ান (TE)
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
- লয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
- টেকনিক্যাল এসিস্ট্যান্ট (TA)
এই চারটি পদ সমূহে প্রার্থী নিয়োগ করা হবে।
কত বেতন দেওয়া হবে?
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের প্রার্থীর বেতন ভিন্ন ভিন্ন রয়েছে। যেমন –
- মাল্টি টাস্কিং স্টাফ প্রার্থীদের সপ্তম সিপিসি অনুযায়ী প্রতিমাসে ১৮, ০০০ টাকা বরাদ্দ করা হবে।
- লয়ার ডিভিশন ক্লার্ক প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
- টেকনিশিয়ান প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
- টেকনিক্যাল এসিস্ট্যান্ট প্রার্থীদের প্রতিমাসে ২৯,২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে?
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। যেমন – মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য যে বা যাঁরা আবেদন করবে, তাঁদের শুধুমাত্র স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগছে স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগছে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ। টাকনিক্যাল এসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ।
কত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন?
যাঁদের বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে রয়েছে, শুধু মাত্র তাঁরাই আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের সরকারি নিয়মানুযায়ী বিভিন্ন বিভাগের প্রার্থীরা বয়সে ছাড় পাবে। যেমন – SC অথবা ST দের জন্য ৫ বছরের ছাড়, OBC দের জন্য ৩ বছরের ছাড় এবং PWD দের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।
মেয়ে প্রার্থীরা কী আবেদন করতে পারবে?
মেয়ে প্রার্থীরাও আবেদন করতে পারবে। কারণ বিজ্ঞপ্তিতে মেয়ে প্রার্থীরা যে আবেদন করতে পারবে না তা বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ করা নেই।
কিভাবে আবেদন করবেন?
অল্প শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। ফলে আবেদন প্রক্রিয়া অত্যন্ত রয়েছে। এবং আবেদন করতে হবে নিঃসন্দেহে অনলাইনের মাধ্যমে।
সর্বপ্রথম আপনার মোবাইল ডেটা অন করে বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। পরে যা যা তথ্য চাওয়া হচ্ছে সে সকল তথ্য সঠিকরূপে লিখে ও আপলোড করে জমা করুন।
বন দপ্তরে কিভাবে কর্মী নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী বন দপ্তরের নিয়োগ কর্তৃপক্ষ প্রার্থীকে নিয়োগ করবেন। আর সেই নিয়োগ করার ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে। যথা- পরীক্ষা ও ডকিউমেন্ট ভেরিফিকেশন। এই দুই ধাপে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ: ৩০/১১/২০২৪
Official Website | Notification PDF |
Click here | Download |