Malda DM Office Recruitment 2024 মালদা জেলা শাসক অফিসে ক্লার্ক পদে নিয়োগ Easy to Apply

Malda DM Office Recruitment 2024 : পশ্চিমবঙ্গ রাজ্যের অধিনস্ত ২৩টি জেলা, তার মধ্যে একটি জেলা – মালদা এই জেলার জেলা শাসক করণে রাজ্য সরকারের নির্দেশে নিয়োগ শুরু হয়েছে।

Malda DM Office Recruitment 2024 : জেলা শাসকের অফিসে নিয়োগ । জেলা শাসকের অফিস এর কক্ষ থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যেকোনো প্রার্থী – ছেলে, মেয়ে আবেদন করতে পারবে।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

Malda DM Office Recruitment 2024


বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম কেরানি, গ্ৰুপ – সি লেভেলের একটি দারুন পদ। যার জন্য শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রয়েছে শুধু মাত্র মাধ্যমিক পাশ।

প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোনো এক বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রামাণপত্র প্রদর্শন করতে হবে করতে হবে। কিংবা প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য অন্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

ABHA Card বানানোর পদ্ধতি Box

এই পদে তাঁরাই আবেদন যোগ্য যাঁরা ইতিমধ্যে অন্য কোনো সরকারি বা বেসরকারি অফিসে কাজ করেছেন বা সেই অফিস থেকে অবসর নিয়ে বাড়িতে বসে রয়েছেন। সুতরাং আবেদনকারীর বয়স ৬০ এর উর্ধ্বে হলেও আবেদন যোগ্য। তবে আবেদনকারীর বয়স ২০২৪ সালের ডিসেম্বরের ১ তারিখ অনুযায়ী ৬৪ র মধ্যে হতে হবে।

Malda DM Office Recruitment 2024

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী একজন প্রার্থীকে প্রতিমাসে ১০,০০০ টাকা করে দেওয়া হবে বেতন হিসাবে। পরবর্তী সময়ে তা বৃদ্ধি করা হলে করা হবে।

আবেদন করার পূর্বে প্রার্থীকে এ বিষয়ে নিশ্চিত হওয়া দরকার যে মালদা জেলা শাসক অফিসে প্রার্থীকে নিয়োগ করা হবে তা কেবল ১ বছরের জন্য। এবং ১ বছরের নিয়োগ কাল তা পরবর্তীতে প্রার্থীর পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোও যেতে পারে।

Malda DM Office Recruitment 2024 গুরুত্বপূর্ণ তারিখ:

ক্রমিক নংআবেদনতারিখ
০১আবেদন শুরু১১/১১/২০২৪
০২আবেদন শেষ০৪/১২/২০২৪

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ছাড়াও প্রার্থীকে কম্পিউটার চালাতে বিশেষ করে MS Word, Excel, Power Point এ দক্ষ থাকতে হবে, এমনকি প্রার্থীর টাইপিং এ দক্ষতা বিশেষভাবে প্রয়োজনীয়। এবং প্রার্থীকে দুটি ভাষা যথা বাংলাইংরেজি জানতেই হবে। নচেৎ আবেদন বাতিল হলেও হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে তিনটি ধাপের মধ্য দিয়ে নিয়োগ করা হবে। তিনটি ধাপ যথা —

প্রথম ধাপদ্বিতীয় ধাপতৃতীয় ধাপ
কম্পিউটার টেস্টনোট শিট রাইটিংইন্টারভিউ

ইন্টারভিউর সময় সূচি:
২০২৪ সালের ডিসেম্বরের ৪ তারিখে সকাল ১১:৩০ মিনিটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। স্থান মালদা জেলা শাসক অফিসের এডিএম অফিস চ্যাম্বার।

ABHA Card বানানোর পদ্ধতি Box

ইন্টারভিউর দিনেই সমস্ত যাবতীয় ডকিউমেন্ট –

  • পিপিও কোপি,
  • এজ প্রুফ সার্টিফিকেট,
  • এডুকেশনাল সার্টিফিকেটস,
  • আধার কার্ড,
  • ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে।

মালদা জেলা শাসক অফিসের ওয়েবসাইট: Click Here

Social Media Links

বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম ডাউনলোড করুন: Click Here

Malda DM Office Recruitment 2024