Duare Sarkar Date 2024: আবার দুয়ারে সরকার ক্যাম্প বসার তারিখ ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বপ্রথম দুয়ারে সরকার ক্যাম্প আরম্ভ হয় গত ২০২০ সালের ডিসেম্বর মাসে। এবং নিশ্চিতভাবে এটি ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যান্য উদ্যোগগুলোর মধ্যে একটা। যার মাধ্যমে অনেক জনসাধারণ লাভবান হয়েছেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিংবা গ্ৰামের জনসাধারণেরা।
Duare Sarkar Date 2024
বলা বাহুল্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্তৃক এই দুয়ারে সরকার প্রকল্প কতই না জনসাধারণকে কিছু সরকারি দপ্তরের হয়রানির মুখ থেকে রক্ষা করেছে বিশেষত সরকারি দপ্তরের জটিলতার মুখ থেকে জনসাধারণ রক্ষা পেয়েছেন।
এই দুয়ারে সরকার প্রকল্প বাস্তবে জনসাধারণ বা যাঁরা দিন আনে দিন খায় এমন মানুষের কাছে বিশেষ সুবিধাজনক হয়ে উঠেছে। কেননা এটি সরকারের প্রদত্ত কোনো প্রকল্পে খুব সহজে নথিভুক্ত করার একটা মাধ্যম।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে বা চালু করা হচ্ছে শুধু মাত্র রাজ্য বাসিদের বিভিন্নভাবে সহযোগিতার উদ্দেশ্যে যেমন – লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা।
দুয়ারে সরকার শিবিরের সুবিধাসমূহ ও আবেদন পদ্ধতি:
পশ্চিমবঙ্গের ২৩ জেলার ব্লকের অন্তর্গত নির্দিষ্ট কোনো এক জায়গায় এই দুয়ারে সরকার শিবির সরকারিভাবে আয়োজন করা। সাধারণত এই শিবির সরকারি কোনো এক বিদ্যালয়ে হয়ে থাকে।
যেখানে বিভিন্ন পদের আধিকারিকরা উপস্থিত থাকেন এবং জনসাধারণকে প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে সহায়তা করেন।
এমনকি তাঁরা ফর্ম পূরণে সাহায্য করেন। নথিপত্র সব যথাযথ থাকলে তাঁরা সেই নথিপত্র জমা নিয়ে প্রকল্পে নাম তোলেন।
কিছুদিন পর আবেদনকারীরা সরাসরি তাঁদের নিজ নিজ ব্যাংক একাউন্টে টাকা ঢোকেছে কিনা তা ব্যাংকে গিয়ে দেখতে পারেন।
দুয়ারে সরকার শিবিরে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?
এবারে দুয়ারে সরকার শিবিরে বহু প্রকল্প থাকছে। সাধারণ মানুষ সরাসরি শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন।
বিভিন্ন প্রকল্প –
ক্রমিক নং | প্রকল্পের নাম | আবেদন করার স্থান |
1 | স্বাস্থ্য সাথী | দুয়ারে সরকার ক্যাম্প |
2 | বার্ধক্য ভাতা | দুয়ারে সরকার ক্যাম্প |
3 | লক্ষ্মীর ভাণ্ডার | দুয়ারে সরকার ক্যাম্প |
4 | কন্যাশ্রী | দুয়ারে সরকার ক্যাম্প |
5 | খাদ্য সাথী | দুয়ারে সরকার ক্যাম্প |
6 | কৃষক বন্ধু | দুয়ারে সরকার ক্যাম্প |
7 | জয় জোহার | দুয়ারে সরকার ক্যাম্প |
8 | স্টুডেন্ট ক্রেডিট কার্ড | দুয়ারে সরকার ক্যাম্প |
9 | মৎস্যজীবী ক্রেডিট কার্ড | দুয়ারে সরকার ক্যাম্প |
10 | কিষান ক্রেডিট কার্ড | দুয়ারে সরকার ক্যাম্প |
11 | তপশিলি বন্ধু | দুয়ারে সরকার ক্যাম্প |
12 | সামাজিক সুরক্ষা যোজনা | দুয়ারে সরকার ক্যাম্প |
13 | রূপশ্রী | দুয়ারে সরকার ক্যাম্প |
14 | শিক্ষাশ্রী | দুয়ারে সরকার ক্যাম্প |
15 | প্রতিবন্ধী সার্টিফিকেট | দুয়ারে সরকার ক্যাম্প |
16 | বিধবা ভাতা | দুয়ারে সরকার ক্যাম্প |
17 | কাস্ট সার্টিফিকেট | দুয়ারে সরকার ক্যাম্প |
দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? (Duare Sarkar Camp Date 2024)
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এখনো দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ ঘোষণা করা হয়নি। তবে পূর্ব দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ বিবেচনা করে অনুমান করা যাচ্ছে নভেম্বরের শেষে তানাহলে ডিসেম্বরের শুরুর দিকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে।
পূর্ব দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যার তুলনায় এবারে দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যা অনেক বেশি। যার ফলে আবেদনকারীদের শিবিরে ভিড় কম হবে। এবং সল্প সময়ের মধ্যে নির্দিষ্ট প্রকল্পের জন্য নথিপত্র জমা দেওয়া সম্ভব।
Duare Sarkar Date List 2024:
সরকারের তরফে দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয় নি।
Duare Sarkar Camp List 2024: Click