Coal India Limited Recruitment 2024 | কোল ইন্ডিয়া লিমিটেড এ নিয়োগ | No Exam

Coal India Limited Recruitment 2024: নমস্কার। যেসকল প্রার্থীরা ইতিমধ্যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা সম্পূর্ণরূপে শেষ করে বর্তমানে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির অনুসন্ধানে রয়েছেন তাদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি খুবই আনন্দের হবে। যেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তৃক নিয়ন্ত্রিত কোল ইন্ডিয়া লিমিটেড সংস্থায় নিয়োগ করা হচ্ছে।

Coal India Limited Recruitment 2024

এই কোল ইন্ডিয়া লিমিটেড সংস্থা গতমাস অক্টোবরের ২৪, ২০২৪ তারিখে ৬৪০ জনকে বিভিন্ন শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

যে সকল আগ্ৰহী প্রার্থী বন্ধুরা ভারত সরকারের এই কোল ইন্ডিয়া সংস্থায় একজন কর্মী হিসেবে কাজ করতে চান, তারা নিচে দেওয়া নিয়োগ সম্বন্ধীয় সমস্ত রকমের তথ্য গুলো জেনে নিন।

নিয়োগ পদের নাম ও তথ্য:

পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি (MT)। কোল সংস্থার কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থার বিভিন্ন শাখা যেমন খনন বা মাইনিং, সিভিল, বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল, যান্ত্রিক বা মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন শাখার ম্যানেজমেন্ট ট্রেনি পদে ম্যানেজমেন্ট ট্রেনি রূপে নিয়োগ করা হবে।

ABHA Card বানানোর পদ্ধতি Box

মোট শূন্যপদ সংখ্যা:

বিজ্ঞপ্তিতে উল্লিখিত, শূন্যপদের সংখ্যা মোট ৬৪০ টি। তার মধ্যে ২৬৩ টি শূন্যপদ রয়েছে মাইনিং বা খনন শাখার জন্য, ৯১ টি রয়েছে সিভিল শাখার জন্য, ১০২ টি বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল শাখার জন্য, ১০৪ টি যান্ত্রিক বা মেকানিক্যাল শাখার জন্য, ৪১ টি সিস্টেম শাখার জন্য, আর পরিশেষে ৬৪০ টির মধ্যে ৩৯ টি রয়েছে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন শাখার জন্য।

বয়সসীমা:

বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ এর মধ্যে হতে হবে। তবে সরকারের নিয়ম অনুযায়ী এই চাকরির বিজ্ঞপ্তিতেও বয়সে ছাড় বিদ্যমান। SC ক্যাটেগরির অন্তর্ভুক্ত প্রার্থীর জন্য ৫ বছরের ছাড়, ST ক্যাটেগরির অন্তর্ভুক্ত প্রার্থীর জন্য ৫ বছরের ছাড়, OBC (নন-ক্রিমি লেয়ার) ক্যাটেগরির অন্তর্ভুক্ত প্রার্থীর জন্য ৩ বছরের ছাড় এবং PwBD শ্রেণির অন্তর্ভুক্ত প্রার্থীর জন্য ১০ বছরের ছাড়।

মাসিক বেতন:

  • কোল ইন্ডিয়া সংস্থায় নিয়োগ প্রার্থীর প্রশিক্ষণ কালে E-2 Grade এর বেতন অনুযায়ী প্রার্থীকে ৫০,০০০ টাকা বেতন রূপে দেওয়া হবে।
  • সফলভাবে এক বছরের প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর প্রার্থীর E-2 Grade এর বেতন E-3 Grade এ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকার স্কেলে উন্নীত করা হবে।
ABHA Card বানানোর পদ্ধতি Box

বিশেষ সুবিধা:

বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিবৃতি অনুযায়ী, প্রার্থী বন্ধুরা বিশেষ সুবিধা পাবেন যেমন ছুটি, চিকিৎসা সংক্রান্ত সুবিধা, সিএমপিএফ, সিএমপিএস, কাজে ভালো পারফরমেন্সের জন্য উপহার আরো ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তির নির্দেশানুযায়ী, বিভিন্ন শাখার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডিগ্ৰী উল্লেখ্য করা হয়েছে যেমন – B.E বা B.Tech বা B.Sc বা MCA ।

Coal India Limited Recruitment 2024

আবেদন প্রক্রিয়া:

আগ্ৰহী প্রার্থী বন্ধুদের এই পোস্টের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোল ইন্ডিয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এ যান। তারপরে সেখানে “Career with CIL” বিভাগে “Jobs at Coal India” অপশনে ক্লিক করুন। তারপরে আবেদন পত্র ফিল আপ করুন প্রয়োজনীয় তথ্য দিয়ে।

আবেদন ফি:

বিজ্ঞপ্তির নির্দেশানুযায়ী, যারা সাধারণ/ অবিসি/ইডব্লিউএস শ্রেণির অন্তর্ভুক্ত। তাদের আবেদন ফি হিসেবে ১,১৮০ টাকা লাগবে। এবং যারা অন্যান্য শ্রেণি কিংবা কোল ইন্ডিয়া সংস্থায় কর্মরত তাদের ক্ষেত্রে কোনো প্রকারের আবেদন ফি লাগবে না।

ABHA Card বানানোর পদ্ধতি Box

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীর 2024 সালের GATE পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে প্রার্থীর নাম লিস্ট এ প্রকাশ করা হবে। এবং লিস্ট এ অন্তর্ভুক্ত প্রার্থীর ডকিউমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর মেডিকেল টেস্ট। তারপর নিয়োগ তালিকা প্রকাশ করা হবে।

আবেদন সংক্রান্ত তারিখ:

ক্রমিক নংকার্যকলাপগুরুত্বপূর্ণ তারিখসময়
০১আবেদন করা শুরু হয়েছে29 অক্টোবর, 2024সকাল 10:00
০২আবেদন করা শেষ হবে28 নভেম্বর, 2028সন্ধ্যা 06:00

Coal India Limited Recruitment 2024: সুবিধার্থে ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট লিংক নিচে দৃশ্যমান:

Official Website Link: Coal India Limited

আরো পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। Royal Enfield Electric Bike সম্পর্কে রোয়াল এনফিল্ড এর ভক্তদের মনে সংশয় তো ছিলই তাঁদের মধ্যে আরো সংশয় ছিল যে রোয়াল এনফিল্ড এর কর্তৃপক্ষ কবে সেই ইলেকট্রিক বাইক লঞ্চ করবেন। ভক্তদের তা সংশয় দূর হলো।

Social Media Links