টাটা পরিবারে শোকের ছায়া আসলেও সেই পরিবার কখনো কোনো সাধারণ ব্যক্তিকে শোকে ফেলতে চাই না। তাই শোকের ছায়া ভুলে গিয়ে TATA কোম্পানিতে নিয়োগ শুরু করা হলো।
যে দুটি পদে নিয়োগ করা হবে:
Serial No. | Name of the Post |
০১ | Clerk Trainee (accounts) |
০২ | Clerk Trainee (administration) |
একাউন্টস বিভাগে ক্লার্ক ট্রেনি পদের বিস্তারিত তথ্য:
- পদের নাম: ক্লার্ক ট্রেনি।
- পদ সংখ্যা: ১০।
- বয়স সীমা: অ্যাকাউন্টস্ বিভাগে ক্লার্ক ট্রেনি তে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
- প্রতি মাসে বেতন: ২২০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা:
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: 1. স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে স্নাতক পাশ থাকতে হবে। যেকোনো শাখা থেকে স্নাতক। 2. প্রার্থীকে কম্পিউটার চালাতে ও টাইপিং এ ভালো পারদর্শী থাকতে হবে।
- অগ্ৰাধিকারযোগ্য যোগ্যতা: 1. পূর্বের চাকরির অভিজ্ঞতা অনুযায়ী Microsoft Excel ও ভালো লেখার দক্ষতা থাকা দরকার। 2. কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক শাখায় প্রার্থীকে স্নাতক থাকা দরকার।
- নিয়োগ প্রক্রিয়া: একাউন্টস বিভাগের ক্লার্ক ট্রেনি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে।
অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ক্লার্ক ট্রেনি পদের বিস্তারিত তথ্য:
- পদের নাম: ক্লার্ক ট্রেনি।
- পদ সংখ্যা: ৫।
- বয়স সীমা: অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ক্লার্ক ট্রেনি তে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
- প্রতি মাসে বেতন: ২২০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা:
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: 1. স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে স্নাতক পাশ থাকতে হবে। যেকোনো শাখা থেকে স্নাতক। 2. প্রার্থীকে কম্পিউটার চালাতে ও টাইপিং এ ভালো পারদর্শী থাকতে হবে।
- অগ্ৰাধিকারযোগ্য যোগ্যতা: 1. পূর্বের চাকরির অভিজ্ঞতা অনুযায়ী Microsoft Excel ও ভালো লেখার দক্ষতা থাকা দরকার। 2. কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক শাখায় প্রার্থীকে স্নাতক থাকা দরকার।
- নিয়োগ প্রক্রিয়া:অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ক্লার্ক ট্রেনি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত ও দক্ষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে।
যা যা নথিপত্র লাগবে:
- অনলাইনে আবেদন করার ফর্ম।
- বর্তমানে তোলা ছবি।
- পরিচয় প্রমাণ যেমন আঁধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর অরিজিনাল ও জেরক্স কপি।
আরো পড়ুন:
আরো প্রয়োজনীয় তথ্য:
- প্রার্থীদের যে ক্লার্ক ট্রেনি পদে নিয়োগ করা হবে সেটি একটি অস্থায়ী পদ। যার মেয়াদ সময় হলো একবছর। তবে পরবর্তীতে সে মেয়াদ কাল বাড়ানো যেতে পারে কেবল প্রার্থীর কাজে দক্ষতা বিবেচনা করে।
- প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৪ অনুযায়ী ২৮ বছর কিংবা ২৮ বছরের কম বয়স হতে হবে।
- ওয়াক-ইন-সিলেকশন এ অংশগ্রহণের জন্য কোনো TA/DA প্রদান করা হবে না।
- ট্রেনিং পিরিয়ড চলার সময় প্রার্থীকে নিজের থাকার বন্দোবস্ত মুম্বাইয়ে করতে হবে।
- অনলাইনে আবেদন করতে হবে নিচে দেওয়া ঠিকানায়:
http://www.tifr.res.in/positions - যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আসল শংসাপত্র সহ তাদের অনলাইন আবেদনপত্র আনতে হবে এবং 18 নভেম্বর, 2024 তারিখের 09.00টায় Tata Institute of Fundamental Research, 1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400 005 জায়গায় উপস্থিত হতে হবে ওয়াক-ইন-সিলেকশনের জন্য।
- আবেদন করার আগে, প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে যোগ্যতা এবং অন্যান্য মানদণ্ড যথাযথ ভাবে পূরণ করা হচ্ছে।
- নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের যেকোনো পর্যায়ে প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না করে আবেদন প্রত্যাখ্যান করতে স্বাধীন হবে এবং যদি ভুলভাবে নিয়োগ করা হয়, নিয়োগ করা হলে এই ধরনের প্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।
- প্রার্থীদের লিখিত পরীক্ষার দিন পরীক্ষার বোর্ড এবং লেখার কলম আনা বাধ্যতামূলক।
অফিসিয়াল নোটিফিকেশন: Click here