আর জি কর কাণ্ডের প্রতিবাদে শ্রেয়া ঘোষাল | আর.জি. কর ঘটনা | Justice for R.G. Kar

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শ্রেয়া ঘোষাল: অরিজিৎ সিং এর পর এবার শ্রেয়া ঘোষালের গলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদের সুর শোনা গেল । আরজি কর কাণ্ডে শ্রেয়া ঘোষালের প্রতিবাদ।

আর জি কর কাণ্ডের কিছু দিন পরেই আধুনিক যুগের জনপ্রিয় মুখ অরিজিৎ সিং গানের মাধ্যমে প্রতিবাদের সুর তুলে ধরেন।গানটির নাম – আর কবে?

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

এবার আরো এক সংগীত শিল্পী কে শোনা গেল আরজি কর কাণ্ডে গানের মাধ্যমে প্রতিবাদ করতে। সে শিল্পী আর কেউ নয় তিনিও আধুনিক যুগের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শ্রেয়া ঘোষাল

গত শনিবার রাতে কলকাতার নেতাজি ইন্ডোর হলে সংগীতানুষ্ঠান চলছিল। আর সেখানে শ্রেয়া ঘোষাল গান শোনাতে আসেন। সেই নেতাজি ইন্ডোর হলে সংগীতানুষ্ঠানে শ্রেয়া ঘোষাল আরজি কর কাণ্ডের প্রতিবাদের গান তুলে ধরলেন।

আরো পড়ুন: মোবাইল দিয়ে আভা কার্ড তৈরি করুন।

শ্রেয়া ঘোষালের প্রতিবাদের গান: “যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার…”

শ্রেয়া ঘোষাল যে গানের মাধ্যমে প্রতিবাদ করেছেন:

আরজি কর কাণ্ড যে সারা ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে মর্মাহত করেছে তা অস্বীকার করা যায় না।এদিকে সাধারণ মানুষ ও জুনিয়র চিকিৎসকেরা ধর্ষকের বা ধর্ষকদের শাস্তি ও সুরক্ষার দাবি নিয়ে অনশন করছেন।

অরিজিৎ সিং এর গান “আর কবে?” এর লিরিক্স:

জমছে এক পাহাড়,অসহ্য অবিচার…
স্তব্ধ হয়ে ছিল তারা – ব্যস্ততা হাজার!
তাই যে নাই খেয়াল! – পেছনেই দেয়াল! যে যেমন সে নিচ্ছি মেনে- নাম দিয়ে কপাল… কেউ মরণ অকাল,কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর!

আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে?

আর কবে? আর কবে? কণ্ঠ শক্তি পাবে? আর কবে? আর কবে? চিত্ত স্বাধীন হবে? আর কবে? আর কবে? সিক্ত হবে হৃদয়? আর কবে? আর কবে? শির উঠে দাঁড়াবে?

আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর? আর কবে? আর কবে? আর?

এ ব্যথা আমার নয় শুধু একার… বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ – তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান! আজ উঠুক জেগে সুপ্ত চেতনা – অন্ধকার হতে আলোকে পথ চেনা !

আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে? চোখ মেলে তাকাবে? আর কবে? আর কবে? সমব্যথী হবে?

আর কবে? আর কবে? মনটা হবে স্বাধীন? আর কবে? আর কবে? ফের ঘুরে দাঁড়াবে? আর কবে? আর কবে? কণ্ঠ শক্তি পাবে? আর কবে? আর কবে? চিত্ত স্বাধীন হবে? আর কবে? আর কবে? সিক্ত হবে হৃদয়? আর কবে? আর কবে? শির উঠে দাঁড়াবে?

আর কবে? আর কবে? আর? আর কবে? আর কবে? আর? আর কবে? আর কবে? আর? আর কবে? আর কবে? আর?

Share Post On: