কেন্দ্রীয় সরকারের তরফে দল দপ্তরে নিয়োগ | জল জীবন মিশনে কাজ | আবেদন প্রক্রিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক জল জীবন মিশন তৈরি করা হয়। যেটি চালু হয়েছিল ২০১৯ সালের ১৫ আগস্ট মাসে।

জল জীবন মিশন চালু করার মূল উদ্দেশ্য হলো ভারতের গ্ৰামীন অঞ্চলে অবস্থিত প্রতি ঘরে ঘরে পানীয় জল পৌঁছানো।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার অসংখ্য কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে।

আরো পড়ুন: আভা কার্ড তৈরি করুন

এই প্রকল্পে কর্মী পদের জন্য কেমন করে আবেদন করবেন তা নীচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

আবেদন প্রক্রিয়া: প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন। তারপরে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

আরো পড়ুন: ওলা ইলেকট্রিক স্কুটার এ লাগলো আগুন

ফর্ম পূরণ করার নিয়মাবলী:

  • প্রথম ঘরে ‘Individual’ সিলেক্ট করুন।
  • দ্বিতীয় ঘরে আপনার নাম টাইপ করুন।
  • তৃতীয় ঘরে আপনার ছবি আপলোড করুন।
  • চতুর্থ ঘরে লিঙ্গ সিলেক্ট করুন।
  • পঞ্চম ঘরে আপনার শিক্ষাগত যোগ্যতা কি তা টাইপ করুন।
  • ষষ্ঠ ঘরে আপনার ঠিকানা লিখুন।
  • সপ্তম ঘরে আপনার শহরের নাম লিখুন।
  • নবম ঘরে আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন।
  • দশম ঘরে আপনার জেলার নাম সিলেক্ট করুন।
  • একাদশ ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। তার পরে ‘Send OTP’ তে ক্লিক করুন।
  • তারপরে আপনার ইমেল ঠিকানা টাইপ করুন।
  • তারপরে আপনার মোবাইল এসএমএস এ যাওয়া OTP টি বসান।
  • তারপরে আপনি যদি বর্তমানে জল দপ্তরে কাজ করেন তাহলে ‘Yes’ সিলেক্ট করুন। তা নাহলে ‘No’ সিলেক্ট করুন।
  • তারপরে কাজ করে থাকলে তা কত বছর ধরে কাজ করছেন সেটা বসান।
  • তারপরে আপনি কোন কাজে দক্ষ তা সিলেক্ট করুন।
  • তারপরে আপনার রাজ্য ও জেলার নাম লিখুন।
  • তারপরে পানীয় জল দপ্তরে আপনার কাজ সম্পর্কে কিছু লিখুন।
  • তারপরে ‘Links (blog/ page/ website etc)’ এই ঘরটি পূরণ করতে হবে না।
  • তারপরে আপনার সিভি আপলোড করুন।
  • তারপরে আপনার ভোটার কার্ড আপলোড করুন।
  • তারপরে ‘Enter Text*’ ঘরের নীচে দেওয়া লেখাটি টাইপ করুন।
  • তারপরে ‘Submit’ বোতামে ক্লিক করুন।

জল জীবন মিশনে আবেদন করার ফর্ম: জল জীবন মিশনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নীচে দেওয়া বোতামে ক্লিক করে আবেদন করুন।

Colorful Button Link

Share This Post: