চলন্ত ওলাই লাগলো আগুন | কেরালা তিড়ুভানান্থপুরামে ওলাই আগুন | চালক প্রাণে বাঁচলো

২০২১ সালের ১৫ আগস্ট ভারতে OLA ইলেকট্রনিক স্কুটার সর্ব প্রথম চালু করা হয়। তারপর থেকে ওলা কোম্পানীর সৃষ্টিকর্তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওলা ইলেকট্রনিক স্কুটারের সফলতা সবাইকে চমকে দিয়েছিল। আকাশচুম্বী সফলতা পাই।

কিন্তু সেই সফলতা দীর্ঘদিন বোঝায় থাকে নি। ওলা ইলেকট্রনিক স্কুটার ক্রেতাদের মুখে মুখে শোনা যায় ওলা স্কুটার সম্পর্কে নেতিবাচক কথা।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

কেরালা রাজ্যের তিড়ুভানান্থপুরাম জায়গায় চলন্ত অবস্থায় OLA electric scooter এ আগুন লেগে যায়। ওলা ইলেকট্রনিক স্কুটারের চালক কোনো ভাবে প্রাণ রক্ষা পায়।

আমাদের X handle এ follow করুন:

তারপর ঘটনাস্থলের মানুষজন স্কুটার টিকে আগুনে দাহ হওয়া থেকে জল দিয়ে নিভিয়ে রক্ষা করে।

আগুনে দাহ হওয়া OLA electric scooter এর বিস্তারিত তথ্য:
Model: OLA S1 Air
Battery Capacity: 3 kWh
Battery Portability: 1 fixed battery