ক্রিকেটার মোহম্মদ সিরাজ ক্রিকেট জার্সি ছেড়ে পড়তে চলেছে খাকি উর্দি | DSP পদে নিয়োগ করা হচ্ছে মোহম্মদ সিরাজকে

তেলাঙ্গানা সরকার মহ: সিরাজ কে DSP পদে নিয়োগ করলেন। তেলাঙ্গার DGP ডঃ জিতেন্দর সাংবাদিকদের সঙ্গে কথা বলা পরে তেলাঙ্গা সরকার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের মহঃ সিরাজ কে বিএসসি পদে নিয়োগ করার।

গত শুক্রবার সিরাজ কে ডিএসপি পদে নিয়োগ করেন তেলাঙ্গা সরকার।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

তেলাঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এ. রেভান্ত রেড্ডি আরো জানান যে সিরাজের ক্রিকেটের জগতে তাঁর অতুলনীয় অবদানের জন্য তাকে সরাসরি গ্ৰুপ-১ বিভাগের চাকরিতে নিয়োগ করা হবে।

আরো লেটেস্ট খবর পড়ুন: আভা কার্ড তৈরি করুন, কার্ড থাকলেই বিশেষ সুবিধা।

তাঁকে এমন সম্মানীয় পদে নিয়োগ করা ছাড়াও, তেলাঙ্গানা সরকার ৬০০ বর্গ গজের জমি দান করা হয়, যে জমিটি হায়দ্রাবাদের জুবিলী হিলসের সড়ক নং ৭৮ এর কাছে অবস্থিত।

মহঃ সিরাজের ফ্যানদের থেকে:

তাঁর একজন ফ্যান লিখেছেন “তেলেঙ্গানা রাজ্যে ডিএসপি পদের জন্য মোহাম্মদ সিরাজকে অভিনন্দন।”