ABHA Card বানানোর পদ্ধতি | কার্ড থাকলে অনেক সুবিধা | ঘরে বসে কার্ড বানান

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর মাসে ভারত সরকার কর্তৃক একটি প্রকল্প চালু করেছিল যেটির নাম ‘Ayushman Bharat Digital Health Mission’। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতের সকল নাগরিক যারা চিকিৎসা করাবেন বা চিকিৎসা সংক্রান্ত টেস্ট করাবেন । সেই সকল চিকিৎসা সংক্রান্ত তথ্য পুনঃ চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হতো। তা আর সেটা করতে হবে সেই সমস্ত তথ্য একটি কার্ডে রাখা হবে। সেই কার্ডটির নাম – ABHA Card
মানে হচ্ছে ‘Ayushman Bharat Health Account’।

ABHA Card এর সুবিধা:
যদি একজন ব্যক্তি চিকিৎসা করান সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেসক্রিপশন বিভিন্ন টেস্ট রিপোর্ট করান তাহলে আর সেই ব্যক্তিকে চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে ঘুরতে হবে না। এই ABHA Card এ একটা QR কোড থাকে। এই কোডে সমস্ত তথ্য রয়ে যায়। যখনই এই কার্ডের নম্বরটা দিয়ে চিকিৎসক অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সাইটে গিয়ে খোঁজ বেন, তখন সমস্ত তথ্য পেয়ে যাবেন।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

ABHA Card বানানোর পদ্ধতি:
• প্রথমে এই সাইটটিতে যান
abha.abdm.gov.in
• তারপরে ‘Create ABHA Number’ বোতামে ক্লিক করুন।

  • তারপরে ‘Create your ABHA number using Aadhaar’ বা ‘Create your ABHA number using Driving Licence’ বোতামে ক্লিক করুন।
  • তারপরে আধার নম্বর টাইপ করুন। তার নীচে ‘I agree’ তে ক্লিক করুন। তার নীচে ক্যাপচা বসান।
  • তারপরে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর টাইপ করুন। তার নীচে যে মোবাইল নম্বর দিয়ে কার্ড বানাবেন সেই নম্বর টাইপ করুন।
  • তার ‘Continue’ বোতামে ক্লিক করুন।
  • তারপরে ইমেল ঠিকানা টাইপ করুন নাহলে ‘Skip For Now’ বোতামে ক্লিক করুন।
  • তারপরে আপনার পছন্দসই ABHA Address বানান। আর তার নীচে ‘Create ABHA’ বোতামে ক্লিক করুন।
    কার্ড তৈরি হয়ে গেল। এখন কার্ডটি ডাউনলোড করে রেখে দিন।